মাঝে মাঝে মুছকি হাসি দেওয়া মাঝে মধ্যে দুএকবার দেখা হঠাৎ করে দুএকটি কথা বলা আস্তে আস্তে কাছা কাছি আসা ভিশন ভাল বন্ধুত্ব গড়ে তোলা

___প্রথম বার দেখা চোখা চোখি আড় চোখে চাওয়া মাঝে মাঝে মুছকি হাসি দেওয়া। মাঝে মধ্যে দুএকবার দেখা হঠাৎ করে দুএকটি কথা বলা। আস্তে আস্তে কাছা কাছি আসা ভিশন ভাল বন্ধুত্ব গড়ে তোলা সুযোগ বুঝে একরাশ গোলাপ সামনে দিয়ে ছেলেটির ভালবাসার প্রকাশ করা।
এর পর দুইজনের শুরু হয় একসাথে পথ চলা পার্কে,কলেজ মোড়ে, ছিনেমা হলে ক্লাস ফাঁকি দিয়ে কখনো বা নিদীর ধারে। একদিন বিকেলে গোধুলীর আলোয় নৌকা ভ্রমণ ভিশন  মায়াবী আলো অনেক ভাল লাগা ছোট ছোট কিছু স্বপ্ন অনেক খুনশুটি এ যেন এক রংধনু এর খেলা। হঠাৎ এক ঝর খরকুটো দিয়ে গড়া আমার স্বপ্নের বাসা দিল গুড়িয়ে। দুজনে  ছিটকে দুদিকে।
______আবার আমি একা চেনা পথ ভিশন অচেনা হাঠতে হাঠতে আমি ক্লান্ত। ছেলেটির বিগ্রে যাওয়া হতাশ আমি ভিশন চেষ্টা আবার নতুন করে সব গড়া। আবার দুজন এক হওয়া এবার যেন আর একটু বেশি মায়া। আবার শুরু নতুন করে স্বপ্ন গড়া চলতে থাকে এভাবেই মায়ার খেলা।
______এবার আবার ছেলেটির বিদায় নেওয়া হাসি মুখেই দিলাম বিদায় কিন্তু যতদুর দেখা যায় তাকিয়ে থাকা একসময় চোখ দিয়ে অস্রু গড়িয়ে পরা। আবার আমি একা পথটা যেন ভিশন আঁকাবাঁকা চলতে ভিশন ভয় শুধু মনে হয় কেউ এসে বলবে হাতটি ধরে ভয় নেই আছি আমি.... একসময় আমার প্রিয় শহর ছারা
______আজ আবার দেখা হয়ে গেল কতশুর কতগান মনে পরে গেল বল ভাল আছত? দুইবছর পর আবার দেখা চেনা মানুষ আচেনা পথ খুব কাছাকাছি তারপরও যেন অনেক দুর। মাঝে মাঝে আড় চোখে দেখা বুকের মাঝে কোথায় যেন ভিশন একটা ব্যাথ....!!!



 জীবনের সত্য কথা।

ভেবোনা,তাই..বলে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমায় বিরক্ত করব

তোমাকে ছাড়া হয়ত বেচে থাকতে পারব, কিন্তু সুখে থাকতে পারবো না !
ভেবোনা,তাই..বলে
তোমার ইচ্ছার
বিরুদ্ধে তোমায় বিরক্ত করব।
তুমি যদি আমায় ভুলে সুখে থাকো,
তাহলে তাতেই আমার সুখ,
আমি তোমার সুখের জন্য সব
করতে পারবো।
আমি সব সময় তোমার চলার পথ অনুসরন করবো।
জীবনের কোন এক প্রান্তে যদি কখনো হোচট খাও, আমি তোমার হাত ধরে রাখব। ভয় পেওনা,কোন সম্পর্কের দাবি নিয়ে তোমার  সামনে দাড়াব না, শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার চলার পথের ছায়া হয়ে থাকব। আসলে এতো বেশি ভালবেসে ফেলেছি তোমায়, যার জন্য সব সময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই ...

চুপি চুপি মেয়েটিকে ভালোবাসে । ছেলেটি অপমানের বদলা ও নেয় না,

একটি ছেলে একটি মেয়ে কে খুব  ভালোবাসতো ।
কিন্তু , মেয়েটি তাকে ঘৃণা করতো, তাকে সজ্জ করতে পারতো না ।
এভাবে ছেলেটি যতোবার মেয়েটির সামনে যায়, ততোবার ই অপমান হয় ।
কিন্তু , ছেলেটি অপমানের বদলা ও নেয় না, বরং চুপি চুপি মেয়েটিকে ভালোবাসে ।
মেয়েটির অজান্তে মেয়েটিকে সাহায্য করে । একদিন ছেলেটি জানতে পারে যে মেয়েটি কলেজে আসার সময় এক্সিডেন্ট হয়, এতে তার অনেক রক্ত দরকার হয় । তার জন্য রক্ত পাওয়া যাচ্ছে না, তাই ছেলেটি ছুটে গেলো । সে ডাক্তার কে বললোঃ তার থেকে রক্ত নিতে । কিন্তু , ডাক্তার অস্বিকার করলো । কারণ, তার শরীরে যে রক্ত তা যথেষ্ঠ নয়, বরং সে নিজে মারা যাবে রক্ত দিলে । ছেলেটি ধর্য ছাড়লো না । সে ডাক্তার কে সব কথা খুলে বললো, এবং ডাক্তার রাজি হলো । রক্ত দেওয়ার পর ছেলেটির কাছে একটু সময় ছিলো, সে একটা চিঠি লিখে ডাক্তারের হাতে দিলো, এবং মেয়েটিকে দেখার জন্য ছুটে গেলো । আর মেয়েটি তাকে দেখে, আবার অপমান করতে লাগলো । আর ছেলেটি হাসতে হাসতে তার সামনে প্রান ত্যাগ করলো তার দেওয়া সে চিঠি টা ডাক্তার মেয়েটিকে দিলো, তাতে লিখা ছিলো, জীবনে তোমার কাছ থেকে কিছু পাই নি, পেয়েছি শুধু অপমান, তবুও কিছু বলি নি । পাগলের মতো তোমাকে ভালোবেসেছি, তোমার অজান্তে ক্ষতি করি নি, উপকার করেছি । আর উপকারের প্রতিদান সৌরব, পারলে একটু ভালোবাসা দিয়ো । তোমাকে না পাওয়া আমার বের্থতা ছিলো বলে, আজ নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়ে দিলাম । আর এ বের্থ জীবন নিয়ে আমি চলে গেলাম । ওহ হে আর আমাকে ঘৃণা করো না । প্লীজ মরে ও শান্তি পাবো না । তোমার না পাওয়া ভালোবাসা ।
 - সুলতান 07/12/2014

তখন আস্তে করে আমাকে বলে দিও

যদি কখনও আমার প্রয়োজন শেষ হয়ে যায় তোমার জীবনে।
তখন আস্তে করে আমাকে বলে দিও।
আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবো।
কিন্তু.........
.....!!

দয়া করে আমাকে এড়িয়ে যেও না।
তাহলে তোমার কাছ থেকে দূরে গেলে যতটা না কষ্ট পাবো।
তার চেয়ে বেশি কষ্ট পাবো তুমি এড়িয়ে চললে...........
......

আমি যদি তোমার ভালোবাসাকে দেখতে চাই, তুমি কি তাকে দেখাতে পারবে??

মেয়েঃ আমরা দুজন খুব ভালো বন্ধু তাই না??
ছেলেঃ অবশ্যই!!
মেয়েঃ ঠিক আছে, তাহলে সত্যি করে বলো তো,
তুমি কি কাউকে ভালোবাসো??
ছেলেঃ হম!! আমি একজনকে ভালোবাসি।। অনেক বেশি ভালোবাসি!!
মেয়েটি একটু মন খারাপ করলো!! কিন্তু বুঝতে না দিয়ে হাসি গলায় বললঃ আচ্ছা, বেশ!! তা, কতটুকু ভালোবাসো তাকে??
ছেলেঃ অনেক অনেক অনেক বেশি!! এবং আজীবনই তাকে এমন করে ভালবাসবো!!
মেয়েঃ আচ্ছা, আমরা দুজন তো অনেক ভালো বন্ধু।। সবসময়ই একসাথে ছিলাম, আছি!! আমি যদি তোমার ভালোবাসাকে দেখতে চাই, তুমি কি তাকে দেখাতে পারবে??
ছেলেটি কিছুটা লজ্জা পেয়ে গেলো!! কিন্তু পরক্ষনেই বললঃ পারবো!!
মেয়েঃ তাহলে এখুনি ফোন করো!! আমি তার সাথে দেখা করতে চাই!!
ছেলেটি সম্মতি জানিয়ে তার ফোন বের করলো।। নাম্বার চেপে ফোন করলো!!
কিছু সময় পর মেয়েটির মোবাইলে একটি ফোন আসলো!!
মেয়েটি বললঃ একটু অপেক্ষা করো!! আমার একটা ফোন এসেছে!!
মেয়েটি তাড়াহুড়ায় ফোন কানে থেকিয়ে বললঃ হ্যালো!!
ওপাশ থেকে ছেলেটি বললঃ আই লাভ ইউ ইডিয়ট!! misss u.
 
 
-সুলতান আহ্মেদ । ০২/১২/২০১৪ 
তোমার এত অভিমান আমার ওপর? আমাকে বল্লেনা , indirectly বল্লে। directly বলতে পারতে।