ফিরিয়ে আনুন জিমেইল থেকে পাঠানো মেইল

প্রেমিকাকে মেইল করতে গিয়ে সেই মেইল ভুল করে বসের এড্রেসে পাঠিয়ে দিয়েছেন? দশ সেকেন্ড পর মনে হলো হায় হায় কি হলো এটি!!! হ্যা এমন সমস্যার কথা চিন্তা করেই জিমেইল থেকে পাঠানো মেইল ৩০ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। হ্যা এমন সমস্যার কথা চিন্তা করেই জিমেইল একটি বিশেষ ব্যাবস্থা চালু করেছে। এখন থেকে জিমেইল দিয়ে পাঠানো মেইল ৩০ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন।  অনেকের কাছে হয়তো এটি পুরনো খবর। নতুন খবরটি হলো জিমেইল এই সিস্টেমটি ৫ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩০ সেকেন্ডে নেয়া হয়েছে। কথা না বাড়িয়ে কাজটি কিভাবে করবেন সেটি বলা যাক। জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমেইল ল্যাব সমর্থন করে না, সে ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।




_________________________________________

ভুল ই-মেইল পাঠিয়ে চিন্তিত, বাতিল করুন পাঠানো ই-মেইল


বিজ্ঞানের উন্নতির সাথে পরিবর্তিত হয়ে গেছে আমাদের জীবনযাত্রার পদ্ধতি। আগে কাউকে কোন বার্তা পাঠাতে হলে লিখতে হত চিঠি, দেশে হলে পৌঁছাত ৩ দিনে, বিদেশে হলে ১৫ দিনের কমে খুব একটা পেত না। সময় বদলেছে, এখন চিঠির স্থান দখল করে নিয়েছে ইলেকট্রনিক চিঠি বা ই-মেইল।
আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা নানান মেইল পাঠিয়ে থাকি। কখনো কি এমন হয়না, একজনকে পাঠাতে গিয়ে আর একজনকে পাঠিয়ে দিই, গুরুত্বপূর্ণ বার্তা মনের অজান্তে ভুলভাল লিখে পাঠিয়ে দিই? ফল: বিজনেস ডিল নষ্ট নয়তো বসের বকুনি খাওয়া। আচ্ছা এমন যদি হত পাঠানো মেইলটা আবার এডিট করা যেত, প্রাপকের মেইল এড্রেসটা একটু বদলে দেয়া যেত, তবে কেমন হত?
সেই কাংখিত সুযোগটা মেইল সিস্টেমে যোগ করল প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের জিমেইল সার্ভিসে। এমন সমস্যায় পড়ে গেলে জিমেইলের ানডু সেন্ট ল্যব ব্যবহার করে ৩০ সেকেন্ডের মধ্যেই তা সংশোধন বা প্রত্যাহার করে নিতে পারবেন।
কিভাবে করবেন? জি মেইলে লগিন করে ওপরের ডানে settings-এ যান। এবার Labs ট্যবে ক্লিক করুন। এখান থেকে undo send ল্যাবটি খুঁজে নিয়ে এর Enable রেডিও বাটন সিলেক্ট করে পেজের একদম নিচে এসে Save changes বাটনে ক্লিক করে সেভ করুন। এটি একটিভ করলে আপনার মেিল এড্রেসটি সেটির তালিকা ভুক্ত হয়ে যাবে। তাই যে কোন মেইল পাঠানোর ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি প্রত্যাহারের সুযোগ থাকবে।
এবার Settings এর General ট্যাবে ক্লিক করুন। এখানে Undo Send এর Send Cancelletion Period: থেকে কত সময়ের মধ্যে বাতিল করতে চান তা নির্ধারণ করে দিন। এবার পেজের নিচে এসে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। এখন থেকে যখনই কাউকে মেইল পাঠাবেন, জিমেইলের ওপরে পপ আপে Your message has been sent এর সাথে Undo দেখাবে। Undo চাপলে তৎক্ষণাৎ সেটি বাতিল হবে এবং কম্পোজার ওপেন হবে। এবার সংশোধন করে ঊদ্দীষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দিন।
প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ সাবলীল গতি এনে দিয়েছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার জানা আমাদের একান্ত প্রয়োজন।
সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে। http://www.know2sultan.mobie.in

এখন থেকে ইমেইলের(Gmail) ইনবক্স মেসেজের আপডেট পান মোবাইল এসএমএস এর মাধ্যমে বিনামূল্যে !!

ইমেইল যার কাছে প্রয়োজনীয় সেই জানে ইমেইল নটিফিকেশনের গুরুত্ব কতটূকু। জিমেইলের ক্ষেত্রে আপনি নিচের টিপস অনুসরন করলে ইমেইল আসার ২ মিনিটের মধ্যেই মোবাইলে গুগল থেকে এসএমএস পাবেন। গুগল জিমেইলের জন্য সরাসরি এসএমএস সাপোর্ট দেয় না। তাই আমরা একে একটু ভিন্নভাবে কনফিগার করে এসএমএস নটিফিকেশন পেতে পারি। আমরা গুগল API কোড ট্রিগ্রার করি জিমেইলে এবং নতুন ইমেইলটি গুগল ক্যালেন্ডারে অটো ইভেন্ট সেট করে। গুগল ক্যালেন্ডার থেকে এসএমএস আমাদের পাঠায়।

১। কাজের শুরুতে প্রথমে জিমেইল একাউন্টে লগিন করুন এবং সেটিংস এ ক্লিক করুন।
২। Levels ট্যাবে গিয়ে create new Label এ ক্লিক করে হুবুহু "sendsms" নামে একটি লেবেল ক্রিয়েট করুন।
৩। এখন Filter ট্যাবে গিয়ে Create new Filter এ ক্লিক করুন। এখানে আপনাকে বলে দিবে হবে যে আপনি নির্দিষ্ট কারো ইমেইল নটিফিকেশন নিতে চান নাকি সব ইমেইলের নটিফিকেশন নিতে চান।
সব ইমেইলের নটিফিকেশন চাইলে Has the words এর ঘরে   is:inbox লিখতে হবে। then click  create filter with this search ক্লিক করুন এবং Apply the label অংশে sendsms সিলেক্ট করে দিন। create filter চাপুন। এখন জিমেইলের কাজ শেষ।
৪। এবার এই লিঙ্কে ক্লিক করলে নতুন একটি উইন্ডো খুলবে। 
৫। পরের ধাপে  গুগল API এর কোড দেখতে পারবেন। এখানে Resources- Current Project's Triggers এ ক্লিক করুন।
৬। No triger set. Click to setup a new triger এ ক্লিক দিয়ে সেটিং করুন এই ভাবে- 
Run boxএ sendsms select করুন, Event Bos এ Time-Driven তারপর Minutes timer তারপর Every Minute Select করুন। তারপর Save এ ক্লিক করার পর অথোরাইজেশন চেক করার জন্য পারমিশন চাইতে পারে...তাহলে authorize এ ক্লিক দিবেন । তারপর আবার Save বাটনে চাপ দিবেন।(এটি খুব গুরুত্তপূর্ণ )।
৭। এবার যেতে হবে গুগল ক্যালেন্ডারে। এই লিঙ্কে গিয়ে সেটিং এ যান। তারপর Settings এ যান। 
এখানে general tab এ India এবং টাইম জোন GMT+5.30 নির্বাচন করুন।
৮। Mobile setup ট্যাবে যান এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি  দিন। ভেরিফিকেশন কোড পাঠালে ভেরিফাই করুন।

৯। Calender ট্যাবে নিচের মত করে সেটিং করুন। যেমন - By Default reminder via = 0
এবং বিভিন্ন রিমাইন্ডার হিসেবে এসএমএস সিলেক্ট করে দিন। এখানে যেরকম আছে ঠিক সেরকম করবেন।
এছাড়া ও ল্যাব অংশে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস রয়েছে যা নটিফিকেশন সিস্টেমে আপনার কাজে লাগতে পারে। যেমন আপনি চান আপনাকে যে রাত ১ থেকে সকাল ৮ টা পর্যন্ত কোন এসএমএস নটিফিকেশন না পাঠায়।
________________________________________________________________________
এখন আপনার সকল কনফিগারেশন কম্পলিট হয়েছে। নতুন কোন মেইল এলে সাথে সাথেই এসএমএস দিয়ে এলার্ট করা হবে।
সব কিছু ঠিক আছে কিনা তা টেস্ট করতে আপনি অন্য কোন একাউন্ট থেকে নিজের ইমেইল এড্রেসে ইমেইল পাঠিয়ে দেখতে পারেন( ইমেইল পাঠানোর সময় বডি টেক্সটে ২-৩ টা ওয়ার্ড না লিখে ৬-৭ লাইনের টেক্সট লিখবেন)। তবে জিমেইলে লগিন অবস্থায় থাকলে আপনাকে নটিফিকেশন দিবে না।
কোন জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।


আপডেট ঃ ধন্যবাদ। যারা আমাকে আপনার সমস্যা জানিয়ে মেইল করেছেন। আমি একটা জিনিস চেক করলাম আপনাদের সবার ভুল ৫ ও ৬ নং অংশে। সবাই ট্রিগ্রার সেট করতে পারেন নি। জানি না কেন এ ভুলটা বেশির ভাগ মানুষ করেছেন। মনে রাখবেই এই খানে একবার সেভ বাটনে চাপ দেয়ার পর Authorize এর জন্য পারমিশন চায়। মনে রাখবেন Authorize এ ক্লিক দেয়ার পর আবার এই সেভ বাটনে ক্লিক দিতে হয়।

আপনারা সবার সব কাজ ঠিক মত করেছেন, কিন্তু সেভ বাটনেই ক্লিক দেন নি !!

সময় থাকলে ঘুরে আস্তে পারেন  - এইখানে ।