
ছেলেঃ অবশ্যই!!
মেয়েঃ ঠিক আছে, তাহলে সত্যি করে বলো তো,
তুমি কি কাউকে ভালোবাসো??
ছেলেঃ হম!! আমি একজনকে ভালোবাসি।। অনেক বেশি ভালোবাসি!!
মেয়েটি একটু মন খারাপ করলো!! কিন্তু বুঝতে না দিয়ে হাসি গলায় বললঃ আচ্ছা, বেশ!! তা, কতটুকু ভালোবাসো তাকে??
ছেলেঃ অনেক অনেক অনেক বেশি!! এবং আজীবনই তাকে এমন করে ভালবাসবো!!
মেয়েঃ আচ্ছা, আমরা দুজন তো অনেক ভালো বন্ধু।। সবসময়ই একসাথে ছিলাম, আছি!! আমি যদি তোমার ভালোবাসাকে দেখতে চাই, তুমি কি তাকে দেখাতে পারবে??
ছেলেটি কিছুটা লজ্জা পেয়ে গেলো!! কিন্তু পরক্ষনেই বললঃ পারবো!!
মেয়েঃ তাহলে এখুনি ফোন করো!! আমি তার সাথে দেখা করতে চাই!!
ছেলেটি সম্মতি জানিয়ে তার ফোন বের করলো।। নাম্বার চেপে ফোন করলো!!
কিছু সময় পর মেয়েটির মোবাইলে একটি ফোন আসলো!!
মেয়েটি বললঃ একটু অপেক্ষা করো!! আমার একটা ফোন এসেছে!!
মেয়েটি তাড়াহুড়ায় ফোন কানে থেকিয়ে বললঃ হ্যালো!!
ওপাশ থেকে ছেলেটি বললঃ আই লাভ ইউ ইডিয়ট!! misss u.
-সুলতান আহ্মেদ । ০২/১২/২০১৪
তোমার এত অভিমান আমার ওপর? আমাকে বল্লেনা , indirectly বল্লে। directly বলতে পারতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন