মাঝে মাঝে মুছকি হাসি দেওয়া মাঝে মধ্যে দুএকবার দেখা হঠাৎ করে দুএকটি কথা বলা আস্তে আস্তে কাছা কাছি আসা ভিশন ভাল বন্ধুত্ব গড়ে তোলা

___প্রথম বার দেখা চোখা চোখি আড় চোখে চাওয়া মাঝে মাঝে মুছকি হাসি দেওয়া। মাঝে মধ্যে দুএকবার দেখা হঠাৎ করে দুএকটি কথা বলা। আস্তে আস্তে কাছা কাছি আসা ভিশন ভাল বন্ধুত্ব গড়ে তোলা সুযোগ বুঝে একরাশ গোলাপ সামনে দিয়ে ছেলেটির ভালবাসার প্রকাশ করা।
এর পর দুইজনের শুরু হয় একসাথে পথ চলা পার্কে,কলেজ মোড়ে, ছিনেমা হলে ক্লাস ফাঁকি দিয়ে কখনো বা নিদীর ধারে। একদিন বিকেলে গোধুলীর আলোয় নৌকা ভ্রমণ ভিশন  মায়াবী আলো অনেক ভাল লাগা ছোট ছোট কিছু স্বপ্ন অনেক খুনশুটি এ যেন এক রংধনু এর খেলা। হঠাৎ এক ঝর খরকুটো দিয়ে গড়া আমার স্বপ্নের বাসা দিল গুড়িয়ে। দুজনে  ছিটকে দুদিকে।
______আবার আমি একা চেনা পথ ভিশন অচেনা হাঠতে হাঠতে আমি ক্লান্ত। ছেলেটির বিগ্রে যাওয়া হতাশ আমি ভিশন চেষ্টা আবার নতুন করে সব গড়া। আবার দুজন এক হওয়া এবার যেন আর একটু বেশি মায়া। আবার শুরু নতুন করে স্বপ্ন গড়া চলতে থাকে এভাবেই মায়ার খেলা।
______এবার আবার ছেলেটির বিদায় নেওয়া হাসি মুখেই দিলাম বিদায় কিন্তু যতদুর দেখা যায় তাকিয়ে থাকা একসময় চোখ দিয়ে অস্রু গড়িয়ে পরা। আবার আমি একা পথটা যেন ভিশন আঁকাবাঁকা চলতে ভিশন ভয় শুধু মনে হয় কেউ এসে বলবে হাতটি ধরে ভয় নেই আছি আমি.... একসময় আমার প্রিয় শহর ছারা
______আজ আবার দেখা হয়ে গেল কতশুর কতগান মনে পরে গেল বল ভাল আছত? দুইবছর পর আবার দেখা চেনা মানুষ আচেনা পথ খুব কাছাকাছি তারপরও যেন অনেক দুর। মাঝে মাঝে আড় চোখে দেখা বুকের মাঝে কোথায় যেন ভিশন একটা ব্যাথ....!!!



 জীবনের সত্য কথা।

কোন মন্তব্য নেই: