চুপি চুপি মেয়েটিকে ভালোবাসে । ছেলেটি অপমানের বদলা ও নেয় না,

একটি ছেলে একটি মেয়ে কে খুব  ভালোবাসতো ।
কিন্তু , মেয়েটি তাকে ঘৃণা করতো, তাকে সজ্জ করতে পারতো না ।
এভাবে ছেলেটি যতোবার মেয়েটির সামনে যায়, ততোবার ই অপমান হয় ।
কিন্তু , ছেলেটি অপমানের বদলা ও নেয় না, বরং চুপি চুপি মেয়েটিকে ভালোবাসে ।
মেয়েটির অজান্তে মেয়েটিকে সাহায্য করে । একদিন ছেলেটি জানতে পারে যে মেয়েটি কলেজে আসার সময় এক্সিডেন্ট হয়, এতে তার অনেক রক্ত দরকার হয় । তার জন্য রক্ত পাওয়া যাচ্ছে না, তাই ছেলেটি ছুটে গেলো । সে ডাক্তার কে বললোঃ তার থেকে রক্ত নিতে । কিন্তু , ডাক্তার অস্বিকার করলো । কারণ, তার শরীরে যে রক্ত তা যথেষ্ঠ নয়, বরং সে নিজে মারা যাবে রক্ত দিলে । ছেলেটি ধর্য ছাড়লো না । সে ডাক্তার কে সব কথা খুলে বললো, এবং ডাক্তার রাজি হলো । রক্ত দেওয়ার পর ছেলেটির কাছে একটু সময় ছিলো, সে একটা চিঠি লিখে ডাক্তারের হাতে দিলো, এবং মেয়েটিকে দেখার জন্য ছুটে গেলো । আর মেয়েটি তাকে দেখে, আবার অপমান করতে লাগলো । আর ছেলেটি হাসতে হাসতে তার সামনে প্রান ত্যাগ করলো তার দেওয়া সে চিঠি টা ডাক্তার মেয়েটিকে দিলো, তাতে লিখা ছিলো, জীবনে তোমার কাছ থেকে কিছু পাই নি, পেয়েছি শুধু অপমান, তবুও কিছু বলি নি । পাগলের মতো তোমাকে ভালোবেসেছি, তোমার অজান্তে ক্ষতি করি নি, উপকার করেছি । আর উপকারের প্রতিদান সৌরব, পারলে একটু ভালোবাসা দিয়ো । তোমাকে না পাওয়া আমার বের্থতা ছিলো বলে, আজ নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়ে দিলাম । আর এ বের্থ জীবন নিয়ে আমি চলে গেলাম । ওহ হে আর আমাকে ঘৃণা করো না । প্লীজ মরে ও শান্তি পাবো না । তোমার না পাওয়া ভালোবাসা ।
 - সুলতান 07/12/2014

কোন মন্তব্য নেই: