আমার খুব ভালো একজন বন্ধুকে সেইদিন জিজ্ঞেস করলাম--"কিরে দোস্ত? সারাদিন কি ভাবিস এতো?"

আমার খুব ভালো একজন বন্ধুকে সেইদিন জিজ্ঞেস করলাম--"কিরে দোস্ত? সারাদিন কি ভাবিস এতো?" জবাবে সে বলেছিল--"আমি কি ভাবি তা জানতে চাস না। শরম পাবি। অশ্লীল জিনিস"

কথা আর বাড়াই নি আর।

নতুন আইডি খুলেছে এমন একজন বন্ধুকে জিজ্ঞেস করলাম--"কিরে সারাদিন ফেসবুকে কি করিস এতো?"
সে বলেছিল--"ফ্রেন্
ড লিস্টে যারা আছে তাদের আইডিতে গিয়া Add Friend বাটন খুজি"

তাকেই আরেকদিন রাত ১টার দিকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম--"কিরে তুই এতো হাসতেছিস ক্যান? মন কি খুব ভালো নাকি?"
সে বলেছিল---"হাহাহাহাহাহাহাহা নারে দোস্ত। ভূত এফ.এম শুনি"

বিউটিশিয়ান এক বান্ধবী আছে আমার। তাকে যদি জিজ্ঞেস করি--"কিরে সবসময় এতো সাজুগুজু করিস ক্যান? তোরে কি একটু পরে পাত্রপক্ষ দেখতে আসবে নাকি?"
সে মুখে ধুলাবালু (পাউডার/স্নো) মাখতে মাখতে জবাব দেয়--"কই না তো! আমি তো সবসময় সিম্পল থাকি।"
তখন আমি বলি--"তাইলে এখন তুই কি করতেছিস? কুতকুত খেলিস?"

ক্লাস এইটে থাকতে এক বন্ধুকে বলেছিলাম--"তোর জীবনের লক্ষ্য কি?"
সে বলেছিল--"আমার জীবনের আপাতত লক্ষ্য হইল Aim in life রচনা পুরাটা মুখুস্ত করা"

আসলে বন্ধুদের বিষয় গুলোই আলাদা। তারা কোন কিছুতেই সহজে সিরিয়াস হয় না। মন খারাপ থাকলে মন ভালো করার ওষুধ তারা। অবসরে,ব্যাস্ততায় তারাই সঙ্গি।

তাহসান কে যেমন লুঙ্গি পড়লে মানাবে না তেমনি বন্ধুদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলাও মানাবে না। আবার বন্ধুদের মামা না বললেও পেটের ভাত হজম হবে না।

বন্ধু মানেই সুন্দর হতে হবে তা নয়। বন্ধু কালো হয়,বেটে হয়,ঝগরুইট্টা হয়,শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়...

একটু ফ্রেশ চিন্তা করুন। বন্ধু ছাড়া সত্যিই লাইফ ইম্পসিবল।

তোলা থাক না বলা কথা........................................

কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালীও করে।
প্রতিটি কষ্টকর
অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা ||




_________ কখনো ভাবিনি
তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই
কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার
মনের কথা বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট
দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার
অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত
ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য
করতে পারবো না পৃথিবীটা ছেড়ে দিব ।




তোলা থাক না বলা কথা........................................
যেটা কেউ জানে না সেটা কাউকে জানাতে চাই না, আমার মনের কথা মনেই থাক। কারন মানুষের দুঃসময়ের সাথী কেউ হতে চায় না.......................