একমেয়েকে দুটি ছেলে পছন্দ করতো।এখন মেয়েটিকে দুজন থেকে একজনকে বেছে নিতেই .......

একমেয়েকে দুটি ছেলে পছন্দ করতো।এখন
মেয়েটিকে দুজন
থেকে একজনকে বেছে নিতেই হবে।
মেয়েটি ১ম ছেলেটিকে বলল,তুমি আমার
জন্য কি কি করতে পারবে?
»»আমি তোমাকে বাড়ি-গাড়ি,টাক

া-
পয়সা সব দিব,তোমার নামে নতুন
একটা ফ্ল্যাট কিনে দিব।বিয়ের পর দুজন
সুইজারল্যান্ডে থাকব,প্রথম গিফট ড়ায়মন্ডের
আংটি।আমি ব্যবসা নিয়ে থাকব,আর

তুমি আরামে দিন কাটাবে।
তোমাকে সবচেয়ে সুখী করব।
প্রয়োজনে তোমাকে স্বর্ণের
পালঙ্কে রাখব।
মেয়েটি বলল,ok ok enough!
এবার সে ২য়
ছেলেটিকে বলল,তুমি কি দিতে পারবে?
»»আমি কি আর দিব তোমাকে দিবার কিছু
নেই,আমার কাছে শুধু ভালবাসাটাই
আছে,যা জমা আছে অনেকদিন ধরে।
আমি হতে পারব শীতের দিনে তোমার
চাদর,আর বৃষ্টির দিনে ছাতা।
যখন তুমি কাঁদবে তখন আমিও
না কেঁদে পারব না। যখন তুমি হাসবে,তখন
আমি নিজেকে পৃথিবীর
সবচেয়ে সুখী মনে করব।প্রয়োজনে জীবন
দিতে রাজি হব। তুমি যদি খুশি হও
আমাকে ছাড়া,সেজন্য
তোমাকে ছাড়তেও পারি।
মেয়েটি ২য় ছেলের কথায় মুগ্ধ
হয়ে তাকেই জীবন সাথী বেছে নিল। আর
১ম ছেলেটিকে বলল,তোমার মুখ
থেকে ভালবাসা শব্দটিই বের হয়নি। ভাল
লাগা ভালবাসা একনয়।

কোন মন্তব্য নেই: