খুব বেশি কিছু করতে হবে না,অল্প কিছু কাজ।
১ম ধাপঃ
১ম ধাপঃ
=>১মে www.gmail.com এ গিয়ে লগইন করুন।
=>তারপর ডানদিকে উপরের দিকে আপনার জিমেইল প্রোফাইল পিকচারে ক্লিক করুন।
=>সেখানে Account বাটনে ক্লিক করুন।
=>তারপর সেখান থেকে “Phone and SMS Settings” এ যান।
=>সেখানে “Open SMS Settings” বাটনে ক্লিক করুন।
=>ড্রপ ডাউন মেনু থেকে “Bangladesh” সিলেক্ট করুন “Country” হিসেবে।
=>সেখানে আপনার মোবাইল নম্বর টি দিন।
(তবে নাম্বার দেয়ার সময় নাম্বারের ১মে যে “0″(জিরো) নম্বর থাকে সেইটা বাদ দিবেন)
=> এবার সেন্ড বাটনে ক্লিক করুন।তাহলে আপনার মোবাইলে একটি কোড আসবে সেটি ভেরিফিকেশন বক্সে দিয়ে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করবেন।
২য় ধাপঃ
=>মোবাইল নাম্বার ভেরিফাই করুন।
=>এবার “Forward my incoming email messages” সিলেক্ট করে সবকিছু ওকে করুন।
ব্যাস এবার মোবাইলেই ইমেইল রিসিভ করুন,এসএমএস এর মাধ্যমে।
এবার আপনার কোন ই-মেইলের রিপ্লাই দেয়ার প্রয়োজন হলে যে ইমেইল টি আসবে সেটি ওপেন করে রিপ্লাই বাটন চেপে আপনার ই-মেইল রিপ্লাই করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন