কষ্ট মানুষকে পরিবর্তন করে,
কষ্ট মানুষকে শক্তিশালীও করে।
প্রতিটি কষ্টকর
অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা ||
_________ কখনো ভাবিনি
তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই
কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার
মনের কথা বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট
দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার
অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত
ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য
করতে পারবো না পৃথিবীটা ছেড়ে দিব ।
তোলা থাক না বলা কথা........................................
যেটা কেউ জানে না সেটা কাউকে জানাতে চাই না, আমার মনের কথা মনেই থাক। কারন মানুষের দুঃসময়ের সাথী কেউ হতে চায় না.......................
কষ্ট মানুষকে শক্তিশালীও করে।
প্রতিটি কষ্টকর
অভিজ্ঞতাই আমাদের জন্যে নতুন শিক্ষা ||
_________ কখনো ভাবিনি
তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই
কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার
মনের কথা বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট
দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার
অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত
ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য
করতে পারবো না পৃথিবীটা ছেড়ে দিব ।
তোলা থাক না বলা কথা............
যেটা কেউ জানে না সেটা কাউকে জানাতে চাই না, আমার মনের কথা মনেই থাক। কারন মানুষের দুঃসময়ের সাথী কেউ হতে চায় না.............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন