ছেলেরা অনেক কষ্টের কাজ করতে পারে কিন্তু,, ছেলেরা একটা কষ্ট সহ্য করতে পারে না...

ছেলেরা অনেক কষ্টের কাজ
করতে পারে
কিন্তু,,
ছেলেরা একটা কষ্ট সহ্য
করতে পারে না...
সেটাই হল,,
"ভালবেসে ভালবাসার
মানুষটাকে না পাওয়ার কষ্ট...!!


ভালোবাসা এমনি হয়, কেউ
জিতে কেউ
হারে। আমি না হয় হারলাম, তোমার
সুখের তরে।
হয়তো তোমায় হারিয়ে, কষ্ট
পাবো বেশি।
তবুও দেখতে পাবো, তোমার মুখের
একটু
হাসি..!!


জীবনের ক্লান্ত পথে,
হয়তো হাজারও সুখের ভিড়ে,
তুমি হারিয়ে ফেলতে পারো আমায় ..
কিন্তু হাজারও লক্ষ-কোটি
সুখ আমায় যদি ঘিরেও রাখে,
তবুও ভুলবো না কোনদিন তোমায় ......
 

কোন মন্তব্য নেই: