কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু , অবাক লাগে মানুষ গুলো যতো তাড়া -তাড়ি জীবনে আসে, ঠিক ততোটা তাড়া -তাড়ি চলে যায় । এরা কোনো কষ্ট দেয় না, শুধু কিছু স্মৃতি করে রাখার মুহুর্ত দিয়ে যায় । জানি না এমন মানুষগুলো কেনো জীবনে আসে?